প্রতিবছর ৮ অক্টোবর পালিত হয় ভারতীয় বায়ুসেনা দিবস। এবছর ভারতীয় বিমান বাহিনী ৮৮ তম বায়ুসেনা দিবস পালন করছে। এই বিশেষ দিনে ‘তেজস’ টিমের তরফ থেকে কুইন কঙ্গনা রানাউত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ভারতীয় বায়ুসেনার পোশাকে যুদ্ধবিমান ‘তেজসে’র সামনে দাড়িয়ে থাকা কঙ্গনার তেজস লুক ছবিতেই শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি। তেজসে কঙ্গনাকে একজন ভারতীয় সাহসী বায়ুসেনার পাইলট হিসাবে দেখা যাবে। আগামী ডিসেম্বরে টেক অফ করবে ‘তেজস’। ১৯৩২ সালে ৮অক্টোবর ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের সহায়ক বিমানবাহিনীরূপে ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রতিষ্ঠা। ১৯৫০ সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র ঘোষিত হলে রয়্যাল শব্দটি বর্জন করা হয়।

إرسال تعليق
Thank You for your important feedback