বৃহস্পতিবার থেকেই খুলে গেল শিশুদের প্রিয় নিকো পার্ক। তবে স্বাস্থ্যবিধি মেনেই জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হবে। করোনা আবহে শিশুদের খেলার মাঠ, পার্ক ইত্যাদি বন্ধ। ঘরে বসে হাঁপিয়ে পড়া শিশুদের ক্ষণিকের আনন্দের কথা ভেবেই খুলে দেওয়া হলো নিকো পার্ক। তবে থাকছে কড়াকড়ি।যদিও গেট টিকিট বিক্রি থাকছে তবে তা দূরত্ববিধি মেনে। অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা থাকবে। প্রবেশের সময়ে থাকছে থার্মাল চেকিং, হ্যান্ড স্যানিট্যাইজেশন এবং মাস্ক বাধ্যতামূলক। রাইডে ওঠার সময়ে লাইন থাকবে দূরত্ব। শিশুদের খাদ্য ও জল নিয়ে যেতেও অনুরোধ করা হচ্ছে।
 
إرسال تعليق
Thank You for your important feedback