ছদ্মবেশী ৫০

এক অসাধারণ ঘটনাবহুল হাসির ছবি। আজকের প্রজন্মও উত্তমকুমারের এই ছবিটি নেটে দেখে ফেলেছে। মজার গল্প, জামাইবাবুকে বোকা বানাতে শ্যালিকার ড্রাইভারের সঙ্গে প্রেম ও পলায়ন। অবশেষে জানা যাবে ড্রাইভারই আসলে শ্যালিকার অধ্যাপক স্বামী। তাই নাম ছদ্মবেশী, যা নিয়ে ভারতের নানা ভাষায় সিনেমা তৈরি হয়। হিন্দিতে এই ছবি হয়েছিল চুপকে চুপকে। যে ভাষাতেই হোক সর্বত্রই এই বিষয়ের সিনেমা সুপার হিট হয়েছে।


অগ্রদূত পরিচালিত এই ছবি ৫০ বছর আগে কলকাতার রূপবাণী, অরুণা, ভারতী সহ বহু হাউসে রিলিজ করে। আর প্রতিটি গানও সুপারহিট হয়। উত্তম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই ধরণের ছবি যত বেশি করা যায় ততই অভিনয়ের এনার্জি বাড়ে। উত্তমের দুঃখ ছিল কমিক চরিত্র কেন তাঁকে দিয়ে করানো হয়নি ?   

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم