খোলা সোনালি চুল তাঁর ট্রেডমার্ক। গতবছর অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় এসে চুলগুলোকে আরও বাড়তে দিয়েছেন। অবশ্য ক্যাম্প ন্যুয়ে নিজেকে এখনও সেভাবে মেলে ধরতে পারেননি আঁতোয়া গ্রিজম্যান। তার জন্য কম সমালোচনাও সইতে হচ্ছে না তাকে।
মাঠে অফ-ফর্মের জন্য বার্সা সমর্থকরা দোষ দিচ্ছেন ফরাসি তারকার লম্বা চুলকে। তবে তাতেও চুল কাটায় রাজি নন গ্রিজম্যান। এমনকী স্বয়ং ক্লাবও যদি বলে, তবুও চুল কাটবেন না তিনি। বিশ্বকাপজয়ী তারকা আরও জানিয়েছেন, সমর্থকদের সরাসরি নিন্দাপূর্ণ মন্তব্য শুনতে শুনতে তিনি ক্লান্ত। তবে তাতেও চুল না কাটার সিদ্ধান্তে অটল গ্রিজম্যান। তাঁর সাফ কথা, বার্সা যদি চুল কাটার জন্য বলে, তবুও তিনি লম্বা চুল রেখে দেবেন। তাঁর সন্তান এবং স্ত্রী চান, তিনি চুল রাখুন।
إرسال تعليق
Thank You for your important feedback