এবার আইএসএল টুর্নামেন্টে অংশ নিচ্ছে কলকাতার দুই প্রধান। প্রথম ম্যাচই ডার্বি। এটিকে–মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। তার আগে বৃহস্পতিবার দলের হোম জার্সির উন্মোচন করা হয়েছে। এদিন এটিকে–মোহনবাগানের পোস্ট করা ভিডিওতে ঘোষণা করা হয়েছে, ঐতিহাসিক পরম্পরার সেই সবুজ–মেরুন জার্সিতেই এই মরশুমে আইএসএলে খেলতে মোহনবাগান। দলের লোগোর তলায় শুধু চ্যম্পিয়ন্স কথাটাই থাকবে। এতদিন চলে আসা জার্সি বিতর্কের এরইসঙ্গে অবসান হল।
প্র্যাকটিসের সময় দলের জার্সিতে ‘তিনটি স্টার’ থাকা নিয়ে অসন্তোষ ছিল আইএসএলের জন্য সহযোগী স্পনসরের নামও ঘোষণা করেছে তারা। এই মরশুমে সহযোগী স্পনসর হিসেবে এটিকে-মোহনবাগানের সঙ্গে যুক্ত হচ্ছে এমপি বিড়লা সিমেন্ট। মুখ্য স্পনসরের নাম আগেই ঘোষণা করেছে এটিকে-মোহনবাগান। তারা হল SBOTOP ডট নেট নামের একটি সংস্থা। উল্লেখ্য, ইস্টবেঙ্গলের ইনভেস্টরও এক সিমেন্ট কোম্পানি। এবার তারা খেলছে এসসি ইস্টবেঙ্গল নামে।
إرسال تعليق
Thank You for your important feedback