লকডাউন শিথিল হতেই কলকাতায় ফের অভিষেক বচ্চন। তাঁর পরের ফিল্ম বব বিশ্বাস-এর জন্য শুটিংয়ে এসেছেন অমিতাভ পুত্র। এর আগেও শুটিংয়ে এসেছিলেন তিনি। এবার এলেন দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে। সেই ছবি সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। সেই ছবিতে অভিষেককে দেখা যাচ্ছে বব বিশ্বাসের পোষাকে। মাথায় পাট করা চুল। চোখে চশমা। চেক শার্ট, গ্রে ব্যাগি প্যান্ট। হালকা ভুঁড়ি। বিদ্যা বালান অভিনীত কহানি ফিল্মের একটি চরিত্র বব বিশ্বাস। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। পরিচালক ছিলেন সুজয় ঘোষ।
বব একজন সুপারি কিলার। তার দ্বৈত জীবন। একদিকে সে বিমা কোম্পানির এক এজেন্ট। অন্যদিকে, কনট্রাক্ট কিলার। সেই চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই ছবিতে শাশ্বতের অভিনয় এমন ছাপ ফেলে যে এবার আলাদা করে তাকে নিয়েই একটা ফিল্ম বানানোর কথা ভাবা হয়েছে। শাশ্বতের বদলে অভিষেককে নেওয়ায় তাঁর ভক্তরা টুইটারে বিরূপ মন্তব্য করছিলেন। এই ফিল্মে তাঁর নায়িকা চিত্রাঙ্গদা সিং। এখন বব বিশ্বাস ছাড়াও অভিষেকের হাতে বিগ বুলের মতো ছবি রয়েছে। শেষ তাঁকে দেখা গিয়েছিল অনুরাগ বসুর পরিচালনায় নেটফ্লিক্সের লুডোয়।
إرسال تعليق
Thank You for your important feedback