বিহারের পর এবার বাংলার দিকে নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বুধবার দিল্লিতে দলের সদর দফতরে বিহার জয়ের উৎসবে সরাসরি পশ্চিমবঙ্গের নাম না নিয়ে মোদি বলেছেন, গণতন্ত্রে বিজেপি কর্মীদের হত্যা গ্রহণযোগ্য নয়। এজন্য যারা দায়ী, মানুষ তাদের সাজা দেবে। বিহারে ভোটারদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরোক্ষে তিনি রাজ্যের ভোটের কথাও বলেছেন।
তাঁর কথায়. "আজ যারা আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারছে না, তারা আমাদের কর্মীদের হত্যা করার পথ নিয়েছে। দেশের কোথাও কোথাও তারা মনে করছে বিজেপির কর্মীদের খুন করে তাদের আশাপূরণ করা যাবে। তাদের সতর্ক করার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ গণতন্ত্রে মানুষই কথা বলেন।" তাঁর কথা, " নির্বাচন আসবে যাবে। আজ কেউ গদিতে বসবে, কালকে অন্য কেউ। কিন্তু গণতন্ত্রে এই খুনের কারবার মানা যায় না। মৃত্যুর সঙ্গে খেলা করে জনমত পাওয়া যায় না। দেওয়ালের লিখন পড়ুন।"
রাজ্যে গত আড়াই বছরে তৃণমূলের হাতে তাদের ১০০ কর্মী প্রাণ হারিয়েছেন বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে রাজ্য বিজেপি। এনিয়ে রাষ্ট্রপতি ছাডা়ও কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে অভিযোগ জানিয়েছে তারা। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে রাজনৈতিক খুন নিয়ে শ্বেতপত্র প্রকাশ দাবিও জানিয়েছেন। এবারের ভোটে ২০০ আসনের টার্গেট রেখেছে বিজেপি।
إرسال تعليق
Thank You for your important feedback