জেরার মুখোমুখি হতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের অফিসে হাজির হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বুধবার মাদক মামলায় তাঁকে সমন পাঠানো হয়েছিল। শুক্রবার সকালে হাজির হন তিনি। সুষশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের সূত্রেই চলছে এই তদন্ত। বলিউডে মাদর কারবার নিয়েই প্রশ্ন করা হবে তাঁকে। সোমবার তল্লাশি চালানো হয় অর্জুনের বাড়িতে। তারপরই তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়েদেসকে বুধবার ও বৃহস্পতিবার ৬ ঘণ্টার ধরে জেরা করা হয়।
গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিয়ালোস দেমেত্রিয়েদেস এর আগে দুবার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। সোমবার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালাকে ডেকে পাঠিয়েছিল এনসিবি। তার আগের দিন তলব করা হয়েছিল তাঁর স্ত্রী শাবানা সিদকে। তাঁর মুম্বইয়ের জুহুর বাড়ি থেকে ১০ গ্রাম হেরোইনও বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার শাবান জামিন পেয়েছেন। গত ২ মাসে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুলপ্রীত সিং, শ্রদ্ধা কাপুরকেও জেরা করা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback