রাজনীতিতে ওঠানামা আছেই, লোকসভা ২০১৪ এ জাতীয় কংগ্রেসের ফল খারাপ হলেও বিধানসভার নির্বাচনগুলিতে তারা ফিরে দাঁড়িয়ে বেশ কয়েকটি রাজ্যের ক্ষমতায় আসে। এবারের ২০১৯-এর নির্বাচনের পর উপনির্বাচন সহ বিহার নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। সুপ্রাচীন স্বাধীনতা সংগ্রাম থেকে উঠে আসা কংগ্রেসের ক্রমাগত তলিয়ে যাওয়া বিরোধী শক্তিকে কার্যত প্রশ্নের মুখে তুলে এনেছে।
ইন্দিরার মৃত্যুর পর রাজীব বেশ অসুবিধাই পড়লেও ধীরে দলের রাশ ধরতে পেরেছিলেন। সোনিয়া নিজেকে গড়েপিঠে তুলেছিলেন। কিন্তু রাহুলের হাতে ক্ষমতা আসার পর কয়েক বছরে দলের অবস্থা খারাপই হয়েছে। অঞ্চলভিত্তিক নেতাদের করিশ্মায় পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড় ইত্যাদি দখল করলেও অন্য রাজ্যগুলিতে আঞ্চলিক দলগুলির সাথী হয়ে টিঁকে আছে তারা।
বিহার নিয়ে গান্ধি পরিবারের কোনও তাপ উত্তাপই ছিল না। তাঁরা ভোটার আগেই যেন হেরে বসেছিলেন। তৎপর হলে ফলাফল যে আলাদা হত তা ভোট শতাংশেই প্রমাণিত। দলের অভ্যন্তরে বিদ্রোহ বাড়ছে, এইভাবে চললে দল আরও ভাঙবে এবং জোট সঙ্গীরা পাশ থেকে সরে যাবে।| কিন্তু সোনিয়া তাঁর পুত্রস্নেহে অন্ধ, বলছে দলের অভ্যন্তর। বিকল্প ভাবনা আদৌ আছে কি?
إرسال تعليق
Thank You for your important feedback