দেশে করোনা সংক্রমণ একদিনে ৩৭,৯৭৫, মোট আক্রান্ত ৯১,৭৭,৮৪১। নতুন মৃত্যু হয়েছে ৪৮০ জনের। মোট মৃতের সংখ্যা এখন ১,৩৪,২১৮। মোট সক্রিয় সংক্রমণ ৪,৩৮,৬৬৭। সুস্থ হয়েছেন মোট ৮৬,০৪,৯৫৫ জন। অন্যদিকে, পশ্চিমবঙ্গে করোনায় মৃত বেড়ে হল ৮,০৭২ জন।
সোমবার মারা গিয়েছেন আরও ৪৭ জন। নতুন ৩,৫৫৭টি সংক্রমণ ধরে মোট আক্রান্ত ৪,৫৯,৯১৮ জন। কলকাতায় নতুন সংক্রমিত ৮৪৭ জনকে ধরে আক্রান্ত এক লাখ পেরিয়েছে। সুস্থতার হার এখন ৯২.৮০ শতাংশ। উত্তর ২৪ পরগনা থেকে সোমবার ১৩ জনের মৃত্যুর খবর এসেছে। কলকাতায় মৃত ১০ জন। নতুন সংক্রমিতের মধ্যে রয়েছেন কলকাতার ৮৪৭ এবং উত্তর ২৪ পরগনার ৮০৩ জন।
إرسال تعليق
Thank You for your important feedback