দম মারো দম নিয়ে গান হতে পারে কেউ ভেবেছিল? দেব আনন্দের ' হরে রামা হরে কৃষ্ণা'র গান। সিনেমার জন্ম ইতিহাসে সবচাইতে হিট গান। অথচ এই গান হওয়ার কথাই ছিল না এবং গানের শিল্পী জিনাত আমনের ওই চরিত্রে অভিনয় করারও কথা ছিল না। দেব আনন্দের প্রিয় সুরকার শচীনদেব বর্মন অসুস্থ হওয়ার কারণে পুত্র রাহুলকে দিয়ে সংগীত পরিচালনা করতে হয়। রাহুলের প্রস্তাব শুনে এই গানটি চিত্রায়িত করার কথা ভাবেন দেব।
অভিনয়ের জন্যে প্রথমে ভাবা হয়েছিল তৎকালীন নামী অভিনেত্রী মুমতাজকে। কিন্তু মুমতাজ দেব সাহেবের বোন সাজতে অস্বীকার করেন। ফলে মুমতাজকে প্রেমিকার ভূমিকায় নেন দেব আনন্দ এবং বিদেশ থেকে আসা বিশ্বসুন্দরী প্রতিযোগিতার নতুন মুখ জিনাত আমনকে নেওয়া হয়। তারপর ইতিহাস। আজ দম মারো দমে গান ৫০ বছরে পড়ল।
إرسال تعليق
Thank You for your important feedback