ভোগ প্রসাদেও সাবধানতা

দুর্গাপুজোর ভোগপ্রসাদের দিকে খুব একটা আকর্ষণ নেই আম বাঙালির কারণ কলকাতার বেশির ভাগ পুজোতে ঢালাও খিচুড়ি লাবড়ার ব্যবস্থা থাকে না। কিন্তু কালীপুজোর বিষয় একদমই আলাদা। বারাসাত হোক বা আর্মহার্স্ট স্ট্রিট পুজো হয়ে গেলে বা পরদিন সকালে ভোগের খিচুড়ি লাবড়া বিতরণ করা হয়। মানুষ কিন্তু এই প্রসাদকে 'মহাপ্রসাদ ' বলে। অনেকেই ভোগের ডালিও দিয়ে থাকেন একটু প্রসাদের আশায়। 


এবারেও যে একেবারে বঞ্চিত হবে এমন নির্দেশিকা কালীপূজোতে নেই। কিন্তু সমস্যা অন্যত্র। প্রথমত, লাইন দেওয়াতে সংক্রমণের প্রশ্ন আসবে। দ্বিতীয়ত, কয়েকঘন্টা উন্মুক্ত জায়গায় প্রসাদ থাকলে তাতেও সংক্রমন আসবে। সুতরাং রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ খাওয়া উচিত হবে কি ? প্রসাদ ঘরে এনে ওভেনে কিংবা গরম করে খাওয়াই শ্রেয়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم