এফসি গোয়ার বিরুদ্ধে দর্শকশূন্য স্টেড়িয়ামে জয়ী মুম্বই সিটি। চলতি মরশুমে আইএসএলে বুধবার রাতে ফতোরদার স্টেড়িয়ামে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি। তাতেই গোয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে তছনছ করে দিল মুম্বই এফসি। সপ্তম আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড়ের কাছে প্রথম ম্যাচে পরাজিত হয় মুম্বই এফসি।
কিন্তু বুধবারের খেলায় গোয়ার ১০ জনের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে জয়ী হল মুম্বই। ম্যাচের ৪০ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় গোয়ার রেডেম তিয়াংকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ে গোল দেয় মুম্বই। মুম্বইয়ের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন অ্যাডাম লে ফনড্রে। বুধবারের ম্যাচের পর পয়েন্ট তালিকায় মুম্বই ১০ থেকে উঠে এল ৫ নম্বরে। গোয়া একটি করে ম্যাচ ড্র করে ও হেরে ৭ নম্বরে রয়েছে ১ পয়েন্ট নিয়ে।
إرسال تعليق
Thank You for your important feedback