নিউজিল্যান্ডে খেলতে গিয়ে বিপত্তির মুখে পাকিস্তান। পাক ক্রিকেট দলের ৬ জন খেলোয়াড়ের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে তাদের প্র্যাকটিস আপাতত চুলোয় উঠেছে। কী করণীয় ভেবে পাচ্ছে না পাক ক্রিকেট বোর্ড। আশঙ্কা ছড়িয়েছে পাকিস্তানেও। বোর্ড জানিয়েছে, আইসোলেশনে থাকার সময় অনুশীলন বন্ধ রাখা হয়েছে। আক্রান্ত ওই খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সফরে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট খেলবে পাকিস্তান। ১৮ ডিসেম্বর অকল্যান্ডে প্রথম টি-২০ হওয়ার কথা।
নিউজিল্যান্ডের স্বাস্থ্যবিভাগ জানাচ্ছে, লাহোর ছাড়ার আগে পাক টিমের ৫৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামার পরও গত ২৪ নভেম্বর পরীক্ষা করা হয়। তাদের ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, ৬ জনের সংক্রমণ পুরানো। এরপর সবাইকে অন্তত ৪ বার পরীক্ষা করা হবে। গোটা টিমই বন্দি থাকবে তাদের ঘরেই। যদিও সিসিটিভিতে দেখা গিয়েছে, তাদের অনেকেই করোনাবিধি পুরোপুরি মেনে চলছেন না। তাদের চূড়ান্ত সতর্ক করা হয়েছে। নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ অত্যন্ত কম।
إرسال تعليق
Thank You for your important feedback