বেলুড়ে বাজি ফাটানো থামাতে গিয়ে প্রহত পাঁচ পুলিশকর্মী, ধৃত ছয়

কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে আবাসনের ছাদেই দেদার ফাটানো হচ্ছিল বাজি। হাওড়ার বেলুড়ের এক হাসপাতালের সামনেই ওই আবাসনে ফাটানো হচ্ছিল শব্দবাজিও। অভিযোগ পেয়ে সেখানে যায় বালি থানার পুলিশ। তাঁরা ওই আবাসনের ছাদে বাজি ফাটানোয় বাঁধা দিতেই শুরু হয় গোলমাল। আবাশিকদের হাতে আক্রান্ত হতে হয় পুলিশকেই। পাঁচজন পুলিশকর্মীকে মারধোরের অভিযোগ উঠেছে আবাসিকদের বিরুদ্ধে। হামলার মুখে পড়ে প্রথমে কিছুটা পিছু হটেন আক্রান্ত পুলিশকর্মীরা। 



এরপর বালি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। প্রাথমিকভাবে আহত পাঁচ পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৯ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এরমধ্যে এএসআই জাহিরুল ইসলাম এবং হোমগার্ড প্রশান্ত কুণ্ডুর চোট গুরুতর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত পুলিশকর্মীদের মধ্যে দুজন এসআই, তিনজন এএসআই, একজন হোমগার্ড এবং তিনজন সিভিক ভলেন্টিয়ার। রাতেই পুলিশ অভিযান চালিয়েছে ওই আবাসনে। 

উদ্ধার হয় মজুত রাখা প্রচুর বাজি। এরমধ্যে চকলেট বোমা ও র‍্যাপিড ব্ল্যাস্ট সেলের মতো শব্দবাজিও রয়েছে। পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ বাজি মজুত রাখা ও ফাটানোর অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। পাশাপাশি এই হামলার পিছনে আরও কেউ ছিল কিনা সেটা নিয়ে তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم