বাম-কংগ্রেসের ধর্মঘটে রাস্তায় থাকবে বেসরকারি বাস

দেশজুড়ে বৃহস্পতিবার সাধারণ ধর্মঘট। ধর্মঘটের ডাক কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের। সাধারণ মানুষ কাজে যেতে যাতে সমস্যায় না পড়েন, সে বিষয় দেখছে রাজ্য সরকার। তার জন্য প্রায় দেড় হাজার সরকারি বাস পথে নামানোর পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি কয়েক হাজার বেসরকারি বাসও চলতে পারে বলে জানিয়েছেন বেসরকারি বাস মালিকরা। বামপন্থী ট্যাক্সি এবং বাস সংগঠন সাফ জানিয়ে দিয়েছে, তাদের কোনও গাড়ি রাস্তায় নামবে না। 

২৬ তারিখ নিত্যযাত্রীদের সুবিধার জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে পরিবহন দফতরের কন্ট্রোলরুম। মঙ্গলবার বেসরকারি বাস, অটো, ট্যাক্সি, ট্রাক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন পরিবহন দফতরের কর্তারা। বৈঠকে বাসমালিকরা ওইদিন রাস্তায় গাড়ি নামাবেন বলে জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বাস চালান চালকরা। তাঁরা কাজে যোগ দিলে গাড়ি রাস্তায় নামবে। না হলে নামবে না। 

কিন্তু বাস নামানোর পর যদি তাতে ভাঙচুর হয় তার বিমার বিষয়টি সরকারকে দেখতে হবে বলে  জানিয়েছেন। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, সিএসটিসি, সিটিসি এবং ডাব্লুবিএসটিসির তরফে কলকাতা এবং শহরতলিতে প্রায় ১৪০০ থেকে ১৫০০ বাস রাস্তায় চলবে ধর্মঘটের দিন। যাত্রীদের কোনও সমস্যায় পড়লে টোল ফ্রি নম্বরে ফোন করতে বলা হয়েছে। নম্বর দুটি হল ১৮০০৩৪৫৫১৯২, ৮৯০২০১৭১৯১।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم