বাংলার সবচাইতে বুদ্ধিদীপ্ত কমেডিয়ান রবি ঘোষ। থিয়েটার ছিল তাঁর প্রথম প্রেম, উৎপল দত্তর গ্রুপ LTG তে অভিনয়েও করেছেন, বামপন্থী মানুষ। উৎপল দত্ত একসময়ে ইংরেজি নাটক করতেন, রবিই তাঁকে বোঝান বাংলায় নাটক না করলে গ্রামবাংলার মানুষকে কাছে টানা যাবে না। ১৯৫৯ এ সিনেমায় আগমন, এরপরই সত্যজিৎ রায়ের নজরে আসেন রবি। অভিযান দিয়ে সত্যজিতের সাথে কাজ শুরু। সৌমিত্র চট্টোপাধ্যায় বাদ দিয়ে রবি ঘোষই সত্যজিতের ছবিতে বেশি সুযোগ পান।
সত্যজিতের সাথে কোথাও তাঁর একটা সুর বাঁধা ছিলই। মানিকবাবু রবিকে তাঁর মতো করে অভিনয় করতে দিতেন। গুপী বাঘার ছবি তো ইতিহাস হয়ে রয়েছে। একবার রবি সত্যজিৎকে ফেলুদার 'জটায়ু'র চরিত্রের জন্য অনুরোধ করলে তিনি জানান, জটায়ু খুব সরল ভোলা মানুষ। তোমার চোখে মুখে বুদ্ধির ছাপ তোমাকে দিয়ে হবে না।
শুধু সত্যজিৎ নন, তপন সিংহ, মৃনাল সেন, তরুণ মজুমদার সহ বিখ্যাত সব পরিচালকের পছন্দের চরিত্র রবি ঘোষ। হিন্দিতেও তিনি হৃষিকেশ মুখোপাধ্যায়ের সাথেও কাজ করেছেন। অমিতাভ বচ্চনের খুব কাছের মানুষ ছিলেন রবি। রাজেশ খান্না যখন গল্প হলেও সত্যির হিন্দিতে কাজ করছিলেন তখন বলেছিলেন, রবিবাবুর মতো অভিনয় করতে পারব না। মধ্য ৬০ এই বিদায় নেন রবি। আজ তাঁর ৯০ বছর পূর্ণ হল।
إرسال تعليق
Thank You for your important feedback