বঙ্গ জুড়ে বেজে গেছে ভোট দামামা। বছর ঘুরলেই ২১ বিধানসভা নির্বাচন। তার আগে শুরু হয়েছে হয়েছে দলবদলের খেলা। জেলায় জেলায় চলছে দলবদল, কেউ বিজেপি আবার কেউ তৃণমূলে যোগ দিচ্ছে। এবার রামপুরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রামপুরহাট পুরসভার ১৫ বছরের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের আব্বাস হোসেন নিয়েছেন দল ছাড়ার সিদ্ধান্ত। রামপুরহাট পুরসভার প্রশাসক ও দলের নেতৃত্বের উপর ক্ষোভে এমনই সিদ্ধান্ত বলে জানান তিনি। তিনি জানিয়েছে,ন ‘২০১৯ লোকসভা নির্বাচনে রামপুরহাট পুরসভার প্রায় সব ওয়ার্ড থেকে তৃণমূল পিছিয়ে ছিল, কিন্তু আমার ওয়ার্ড থেকে তৃণমূল এগিয়ে ছিল’। দলে কর্মীরা হল সম্পদ। কিন্তু সেই দলে কর্মীদের কোনও সম্মান নেই। তাই অনেকে দল ছাড়ছে বলে জানান। তিনি একটি জনসমাবেশ করে সব জানাবেন বলে জানিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback