কলকাতার জল সরবরাহ করে টালা ট্যাঙ্ক। ব্রিটিশ আমল থেকেই এই সরবরাহ। কখনও সখনও পাইপ ফেটে এলাকাভিত্তিক সমস্যা হয় কিন্তু এবার পাইপ ফেটে বেশ সমস্যা হয়েছে। ফেটেছে টালা ট্যাঙ্কের সামনেই তার ফলে জল জমছে টালা এলাকায়। এলাকার মানুষ স্বাভাবিক ক্ষুব্ধ এবং সমস্যায়। এই সরবরাহের দায়িত্বে কলকাতা পুরসভা। এলাকা থেকে অভিযোগ জমা পড়েছে এবং পাকাপাকি সমাধানের দাবি জানানো হযেছে|
টালা ট্যাঙ্কের জল সরবরাহ করা হত উত্তর থেকে দক্ষিণে। কিন্তু দক্ষিণ কলকাতায় পুরোদস্তুর ফ্ল্যাট কালচার আসার পর মূলত উত্তর ও মধ্য কলকাতায় জল দেওয়া হয়। এবারে সামনেই ভোট। কাজেই পুসভা সূত্রে জানা যাচ্ছে, এবার সরবরাহ বন্ধ রেখে ত্রুটি সংশোধন করা হবে। আগামী শনিবার সকাল থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে এবং চলবে রবিবার বিকেল অবধি। এই দুদিন জল সঙ্কটে ভুগতে হবে কলকাতাবাসীকে।
إرسال تعليق
Thank You for your important feedback