অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় রবিবার জানিয়ে দিলেন,করোনা পরিস্থিতিতে কিছু সময়ের জন্য তাঁরা বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলার পরিবর্তিত দিনক্ষণ ফের জানিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী ২০২১ সালের কলকাতা বইমেলা হওয়ার কথা ছিল ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার থিম দেশ ছিল বাংলাদেশ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কলকাতা বইমেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য,
এবারই বইমেলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক শেখ মুজিবর রহমানের জন্ম
শতবর্ষ পালনের কথা রয়েছে। কেন স্থগিত করা হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা?
ত্রিদিববাবুর কথায়, মার্চ মাস থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়ান। বর্তমানে
করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়ায় ব্রিটেন সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে
নতুন করে বিপর্যয় নেমে এসেছে। ফলে ইউরোপে অনেক দেশে নতুন করে লকডাউন জারি
হয়েছে। এই পরিস্থিতিতে অনেক অতিথি আসতে পারবেন না কলকাতা বইমেলায়। তিনি আরও
জানান, লন্ডন, আমেরিকা, প্যারিসের আন্তর্জাতিক বইমেলাগুলিও নির্ধারিত
তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কলকাতা বইমেলার আয়োজক সংস্থা
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে আশা করা হয়েছে ২০২১ সালের
মধ্যেই আয়োজন করা হবে বইমেলা।

إرسال تعليق
Thank You for your important feedback