অবশেষে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের করোনার টিকার
অনুমোদন দিল ব্রিটেন। এবার সবার নজর ভারতের দিকে। অক্সফোর্ড
বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এদেশে এই টিকা তৈরি করছে সিরাম ইনস্টিটিউট।
ইতিমধ্যেই ব্রিটেনে ফাইজারের টিকা অনুমোদন পেয়েছে। সেই টিকা ৬ লাখ নাগরিককে
দেওয়াও হয়েছে। আগামী সপ্তাহেই অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে টিকাকরণ শুরু
হয়ে যাবে। এই টিকা নয়া ভাইরাস মোকাবিলাতেও কাজ দেবে বলে জানানো হয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা
জানিয়েছে, বুধবারই প্রথম ডোজ ছাড়া হচ্ছে। নতুন বছরের গোড়া থেকেই টিকাকরণ
শুরু হতে পারে। সবমিলিয়ে ১০ কোটি ডোজ সরবরাহ করবে তারা। এখন ব্রিটেনে
লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে করোনার সংক্রমণ দারুণ ছড়াচ্ছে। বহু দেশই
ব্রিটেনে তাদের উড়ান বাতিল করেছে। উল্লেখ্য, অ্যাস্ট্রাজেনেকার টিকা
তুলনায় সস্তা। এটিকে খুব ঠান্ডাতেও রাখার প্রয়োজন নেই। এই টিকা ৪ থেকে ১২
সপ্তাহের ব্যবধানে দুটি ডোজে দেওয়া হবে।
إرسال تعليق
Thank You for your important feedback