লিগ শীর্ষে থেকে বছর শেষ করল মোহনবাগান

মঙ্গলবার বছরের শেষ হাই ভোল্টেজ ম্যাচে  চেন্নাইয়ান এফসির মুখোমুখি হয়েছিল এটিকে-মোহনবাগান। ম্যাচে দু দলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও খেলা শেষ হল গোল শূন্যভাবে। ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণে ঝাঁপিয়ে ছিল দু'দলই। কিন্তু এটিকে-মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দুরন্ত পারফর্ম্যান্স হার থেকে বাঁচাল হাবাসের দলকে। তিনি ম্যাচের সেরা হয়েছেন। 


ম্যাচের বেশিরভাগ সময়  এটিকে মোহনবাগানের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল চেন্নাইয়ান এফসির ক্রিভেলার থেকে চাংতে। কিন্তু প্রতিবারই অরিন্দমের কাছে প্রতিহত হতে হয় তাঁদের।  অপরদিকে চলতি মরশুমের দুরন্ত ছন্দে থাকা এটিকে-মোহনবাগানের স্ট্রাইকার রয় কৃষ্ণ চেষ্টা করলেও গোল করতে ব্যর্থ হন তিনি। শেষ দু ম্যাচে এফসি গোয়া ও বেঙ্গালুরুর এফসিকে হারানোর পর এদিনের ম্যাচের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন অ্যান্তোনিও লোপেজ হাবাসের এটিকে-মোহনবাগান। এই এটিকে-মোহনবাগানের জয় যাত্রা রুখে দিল লাসলোর চেন্নাইয়ান এফসি। গত মরশুমের ফাইনাল ম্যাচে চেন্নাইয়ানকে হারিয়েই আইএসএলের ট্রফি জিতেছিল এটিকে। তাই এদিনের ম্যাচে এটিকে-মোহনগাবানকেই এগিয়ে রেখেছিলেন ফুটবল বিশেষঞ্জরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم