বর্ষশেষের অনুষ্ঠানে রাশ ধরার আবেদন কেন্দ্রের

২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর সারা দেশের নানা শহরে হই চই হওয়াটা বিশ্বের অন্য দেশের মতো এ দেশেও প্রচলিত। মেট্রো শহরগুলিতে বর্ষশেষ অনুষ্ঠান থাকে জমজমাট, পানশালা ও রেস্তোঁরাগুলিতে আসন পাওয়াই দুষ্কর। কিন্তু ব্রিটেনে ভাইরাস মারাত্মক রূপ নেওয়ার ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নড়েচড়ে বসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার সই সম্বলিত এক বার্তায় বলা হয়েছে, বর্ষশেষের অনুষ্ঠানের রাশ ধরা হোক, কাটছাট করা হোক উৎসবে।

ভাল্লা জানাচ্ছেন, গত দু-তিন মাস ধরে সংক্রামিতের সংখ্যা কমছে এবং অবস্থানও ইতিবাচক। কিন্তু ব্রিটেনের নতুন করোনা ভাইরাস অনেক শাক্তিশালী, এটি সারা বিশ্বে সংক্রমণের সংখ্যাবৃদ্ধি করছে। এর পরিপ্রেক্ষিতে সংক্রামণের গতিবিধির উপর নজদারির পরামর্শ দেওয়া হচ্ছে, জানালেন ভাল্লা। ইতিমধ্যেই আমাদের দেশে বেশ কয়েকজন বিলেত ফেরতের মধ্যে স্ট্রেন পাওয়া গিয়েছে। অবশ্য অজয় ভাল্লা জানিয়েছেন, উৎসবে নজরদারি থাকলেও ট্রেন বা বিমান পরিষেবা বন্ধ হচ্ছে না।এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়াও বন্ধ করা হচ্ছে না।            

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم