মঙ্গলবারই রাজ্যের মুখ্যমন্ত্রী রোড-শো করবেন বোলপুরে। তাঁর আগেই বিতর্ক তৈরি হল বিশ্বভারতী বিশ্ববিদ্যাল চত্বরে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ঘিরে। এদিন মমতার র্যালির আগেই বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনের রাস্তা-সহ বিভিন্ন এলাকা মুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়। মঙ্গলবার সকাল থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে শাসকদলের পতাকা দেখতে পাওয়ার পরই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে। সেইসঙ্গে শুরু হয় বিতর্কও।
উল্লেখ্য, দিন কয়েক আগেই বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হুঙ্কার দিয়েছিলেন, প্রয়োজনে বিশ্বভারতীর ভিতরে ঢুকে দলীয় পতকা লাগিয়ে দেওয়া হবে। এবার সেই কাজটাই করলেন তৃণমূল কর্মীরা। এই ঘটনার জেরে রাজ্যের শিক্ষামহলের পাশাপাশি বিশ্বভারতীর আবাসিক ও পড়ুয়াদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের মতে কবিগুরুর ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে রাজনীতির রঙ লাগানো উচিৎ হয়নি। অপরদিকে, বোলপুরে মুখ্যমন্ত্রীর রোড শো-য়ের আগে গোটা বোলপুর শহরই মুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা ও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার ও কাটআউটে।
إرسال تعليق
Thank You for your important feedback