সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ড্র করল লেস্টার সিটি। অপর ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গেও জিততে পারল না চেলসি। সোমবার ইপিএলের ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দিয়েছিলেন উইল ফ্রিয়াড। গোল শোধের চেষ্টায় পাল্টা আক্রমণে ৮৩ মিনিটে গোল করেন লেস্টার সিটির দুরন্ত স্ট্রাইকার হারভে বার্নেস। ১৬ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় নম্বরে লেস্টার সিটি। ওপরদিকে ক্রিস্টাল প্যালেসেও সমসংখ্যক ম্যাচ খেলে ১৯ পয়েন্ট।
সোমবারের অপর ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলতে নেমে ১-১ গোলে ম্যাচ শেষ করল চেলসি। ম্যাচের ৩৪ মিনিটে চেলসির হয়ে গোল করেছিলেন অলিভার জিরু। চলতি ইপিএলে ১৬ ম্যাচ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট পেয়ে ছয় নম্বরে রয়েছে চেলসি ।
إرسال تعليق
Thank You for your important feedback