খাস কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীর শ্লীলতাহনি, অভিযুক্ত ২ বন্ধু

বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ তুললেন তরুণী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে যাদবপুর এলাকায়। অভিযোগ, রাতে চলন্ত গাড়ির মধ্যেই দুই বন্ধু তাঁর শ্লীলতাহানি করে। ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার এক বান্ধবীর জন্মদিনের পার্টি থেকে রাত ন’টা নাগাদ বাড়ি ফিরছিলেন। রাত হয়ে যাওয়ায় এক বন্ধুর গাড়িতেই উঠেছিলেন তিনি। ওই তরুণী ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর আরেক বান্ধবী এবং অভিযুক্ত দুজন যুবক। নির্যাতিতার অভিযোগ, যাদবপুরের দিকে যাওয়ার সময় ওই বান্ধবীর সামনেই গাড়ির মধ্যে তাঁর সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে ওই দুজন। গাড়ির মধ্যেই তাঁর শ্লীলতাহানি করা হয়। কোনওক্রমে ভবানীপুর থানার কাছে গাড়ি থেকে নেমে যান ওই তরুণী। এরপর আরেকজন বন্ধুর সাহায্যে রাতেই গোটা বিষয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। যাদবপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم