সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে বাতিল হয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি ও এভারটনের ম্যাচ। ম্যাঞ্চেস্টার সিটির দলে নতুন করে কেরোনার হানায় এই সিদ্ধান্ত। গত সপ্তাহেই নিউ ক্যাসেলের সঙ্গে ম্যাচের পর ম্যান সিটির তরফে জানানো হয়েছিল, তাঁদের দুই খেলোয়াড় সহ মোট চারজন কোভিড আক্রান্ত। তাঁদের মধ্যে রয়েছেন গাব্রিয়েল জেসুস, কাইল ওয়াকার সহ দলের দুই সাপোটিং স্টাফ।
NEWS | This evening’s game at Everton has been postponed.
— Manchester City (@ManCity) December 28, 2020
🔷 #ManCity | https://t.co/axa0klD5re https://t.co/ZLnMhyIloa
সোমবার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এভার্টনের সঙ্গে ম্যাচ স্থগিত রাখা হয়েছে। শেষ যে কোভিড পরীক্ষা হয়েছিল তাতে চারজনের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল। এবারের কোভিড পরীক্ষায় তাঁদের বাদ দিয়ে আরও কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছে। যদি এই অবস্থায় ম্যাচ হয়, তাহলে দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনির্দিষ্ট সময়ের জন্য ক্লাবের অনুশীলনও বন্ধ রাখা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback