দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির পর এবার পাড়ায় পাড়ায় সমাধান। সরকারের স্লোগান, পাড়ায় পাড়ায় সমাধান, নতুন বছরে নতুন অভিযান। সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বড় কোনও প্রকল্প নয়, নতুন করে ছোট ছোট কাজ করার জন্যই এই পাড়ায় পাড়ায় কর্মসূচি। আগামী ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য আলাদা টাস্ক ফোর্সও তৈরি হচ্ছে। অনেক ছোটখাটো কাজকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।
মুখ্যসচিব জানান, কখনও কোনও এলাকার স্কুলে ক্লাসরুমের দাবি থাকে। এলাকায় শৌচালয়ের দাবি থাকে। আবার কোনও এলাকায় পাইপ পৌঁছলেও জলের পরিষেবা অমিল। কিংবা গ্রামাঞ্চলে হাসপাতাল থাকলেও অ্যাম্বুল্যান্সের অভাবে পরিষেবা থেকে বঞ্চিত হন বহু মানুষ। কোনও কোনও এলাকায় কালভার্ট তৈরি না হওয়ার ফলেও মানুষের মনে ক্ষোভ সঞ্চার হয়। সেই সমস্ত ছোট ছোট সমস্যার সমাধান এই প্রকল্পের মাধ্যমে করা হবে। মূলত মিউনিসিপ্যালিটির বকেয়া কাজই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে করা হবে।
এই কর্মসূচি বাস্তবায়িত করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ১০ হাজার দরখাস্ত জমা পড়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে নয়া এই কর্মসূচি শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দেড় মাসের মধ্যে সমস্যা সমাধানের প্রাথমিক পর্যায়ের কাজ কমপক্ষে শুরু করা হবে বলেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী যথেষ্ট উপকৃত হবেন বলেই আশা সকলের।
প্রশাসনিক বৈঠকে পাচামি এলাকায় খনন শুরুর কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই প্রকল্পের ফলে ১ লক্ষ কর্মসংস্থান হবে। ওই এলাকায় কারও জমিও নেই। তাই আপাতত কোনও সমস্যা নেই। যদি ভবিষ্যতে সেরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে চাকরি ও আর্থিক সাহায্যের বিষয়টা দেখা হবে। এদিন স্পষ্টভাবে তিনি জানান, কোনওভাবেই আলোচনা না করে কারও জমি নেওয়া হবে না।
إرسال تعليق
Thank You for your important feedback