বিশ্বজোড়া ত্রাস ছড়াচ্ছে নয়া করোনাভাইরাস


সেপ্টেম্বরে প্রথম ব্রিটেনে পাওয়া নতুন প্রকারের করোনাভাইরাস বিশ্বজুড়ে নতুন করে ত্রাস ছড়িয়েছে। বহু দেশে ফের চালু করা হয়েছে কঠোর বিধিনিষেধ। বিজ্ঞানীদের মতে, এই নয়া ভাইরাস আগের তুলনায় ৭০ শতকাংশ বেশি কার্যকরী। দিন কয়েক আগে ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হেনকক জানিয়েছেন, এই নয়া ভাইরাস তাঁদের হাতের বাইরে। ফলে ক্রিসমাস ও নিউইয়ারের যাবতীয় হুল্লোড় বন্ধ করা হয়েছে ব্রিটেনে। বহু দেশেই বন্ধ হয়েছে ব্রিটেনের উড়ান।

২৫ ডিসেম্বর এই নয়া ভাইরাস মিলেছে ফ্রান্সে। ওই ব্যক্তি লন্ডন্জন থেকে ফ্রান্সে গিয়েছিলেন। জার্মানিতে এই ভাইরাস পাওয়া যায় ২০ ডিসেম্বর। ইতালিতেও লন্ডন থেকে রোমে আসা এক দম্পতির দেহে নয়া ভাইরাস মিলেছে। কানাডার অন্টারিওতে এই নয়া ভাইরাস দেখা গিয়েছে এক দম্পতির দেহে। ডেনমার্কে এপর্যন্ত নতুন ভাইরাসের সন্ধান মিলেছে ৯টি ক্ষেত্রে। ব্রিটেন থেকে আসা একজনের দেহে পরিবর্তিত ভাইরাস পাওয়া গিয়েছে সুইডেনে। স্পেনে এই ভাইরাস মিলেছে চারজনের দেহে। সুইজারল্যান্ডে ৩ জন নয়া ভাইরাসে আক্রান্ত। জাপানে প্রথম সংক্রমণের খবর এসেছে ২৫ ডিসেম্বর। লেবাননেও পাওয়া গিয়েছে এক আক্রান্তের সন্ধান। নেদারল্যান্ডসে ২ জন, সিঙ্গাপুরে একজন, অস্ট্রেলিয়ায় ২ জনের দেহে পাওয়া গিয়েছে নতুন ভাইরাসের সংক্রমণ। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم