রবীন্দ্র-সংস্কৃতির প্রকাশে বিশ্বভারতীর পাশেই রাজ্যের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে মাঝে-মধ্যেই রাজ্য-কেন্দ্র সংঘাত বাঁধে। এরমধ্যেই শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশেই রাজ্য সরকার তৈরি করছে নতুন আরেকটা বিশ্ববিদ্যালয়। যার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বোলপুরেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠকের ফাঁকেই তিনি জানিয়ে দিলেন নতুন এই বিশ্ববিদ্যালয় ঠিক কোন পথে চলবে। 

তিনিই এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্বপন দত্তকে প্রশাসনিক বৈঠক থেকেই বলেন, ‘আমি চাই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়েও রবীন্দ্র-সংস্কৃতির প্রকাশ ঘটুক। বিশেষত, এখানকার ছাত্র-ছাত্রীরা নৃত্য, সঙ্গীত, শিল্পকলা প্রভৃতি বিষয়ে পারদর্শী হোক’। অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্বভারতীর ধাঁচেই নতুন এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন হোক। পাশাপাশি তাঁর সংযোজন, ‘বিশ্বভারতীতে যে ভাবে পৌষমেলা থেকে শুরু করে সবই বন্ধ হয়ে গিয়েছে, ওগুলো আপনারা আস্তে আস্তে নিয়ে নিন। মানে নিজেদের জায়গায় নিয়ে নিন’। রাজ্যের শিক্ষামহলের অভিমত, এখানেও রাজ্য-কেন্দ্র সংঘাতের আবহ। যদিও এই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রথম উপাচার্য স্বপন দত্ত আগে বিশ্বভারতীর দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গেই। ফলে তাঁকেই দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন শান্তিনিকেতনের নতুন এই বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের মুক্তশিক্ষার আদর্শ ফিরিয়ে আনতে। 


সোমবার অবশ্য মুখ্যমন্ত্রীর কথাতেই সেই চিন্তা ফুটে উঠল। প্রশাসনিক সভা থেকেই বিশ্বভারতীকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘সব জায়গায় পাঁচিল তুলে দিলে তো সেলফিশ জায়েন্টের কথা চলে আসবে! আমরা চাই রবীন্দ্রনাথের মুক্তশিক্ষার আদর্শ আপনারা এখানে নিয়ে আসুন। আর স্বপনবাবু যেহেতু বিশ্বভারতীতে উপাচার্যের দায়িত্ব সামলেছেন, তাই তিনি সবটাই জানেন’। উল্লেখ্য, ২০১৭ সালেই মুখ্যমন্ত্রী বোলপুরের পাশেই একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করেছিলেন। তার কাজ প্রায় ৮০ শতাংশ শেষ। ২০২১ সালের জানুয়ারি থেকেই বাংলা, ইতিহাস ও ইংরেজি বিভাগে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। প্রায় ২০ একর জায়গা জুড়ে এই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্রীনিবাস, কলাবিভাগ, বিজ্ঞান বিভাগ, কার্যালয়, স্পোর্টস কমপ্লেক্স। সূত্রের খবর, আগামী ছয় মাসের মধ্যেই পুরোদমে চালু হতে পারে বিশ্ববাংলা বিদ্যালয়। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم