গাব্বায় ঐতিহাসিক জয়, ৫ কোটির পুরস্কার ঘোষণা সৌরভের

ব্রিসবেন টেস্টের শেষদিনে টানটান উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজের দখল নিল ভারত। শুধু জয়ই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে দাপটের সঙ্গে জয়। তাও আবার দ্বিতীয় সারির দল নিয়েই গাব্বায় জিতল অজিঙ্কা রাহানের ভারত। এই স্টেডিয়ামে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙল ভারত। ভারতীয় দলের এহেন সাফল্যে ক্রিকেট থেকে রাজনৈতিক মহল, সব ক্ষেত্র থেকেই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা আসছে। 

এবার জয়ী ভারতীয় দলকে সুখবর দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে ভারতীয় দলকে অভিন্দন জানিয়ে বিশাল আর্থিক পুরষ্কার ঘোষণা করলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়  টুইট করে জানালেন, ‘দুর্দান্ত একটি জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে  সিরিজ জিতে আসা, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই  ভারতীয় দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। যদিও এই সিরিজ জয়ের মূল্য দিয়ে বাঁধা সম্ভব নয়। দলের প্রত্যেক সদস্য দারুণ কাজ করেছে’। উল্লেখ্য এর আগে ১৯৫১ সালে গাব্বায় ওয়েস্ট ইন্ডিজ শেষ ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রান করে ম্যাচ জিতেছিল। এদিন শুভমান-ঋষভ পন্থরা ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতল।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم