করোনার কারণ খুঁজতে হুয়ানান সি-ফুড মার্কেট পরিদর্শনে WHO

এক বছর অতিক্রান্ত হতে চলেছে বিশ্বজুড়ে করোনা অতিমারির। দীর্ঘ টালবাহানার পর অতিমারির উৎস সন্ধানে চিনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল। রবিবার WHO-এর ১০ জন বিশেষজ্ঞ দল পরিদর্শন করেন ইউহানের সেই বিতর্কিত মাছ বাজার। এদিন সকালেই ওই প্রতিনিধি দল পৌঁছে যান হুয়ানান সি-ফুড মার্কেট ও বাইশাঝৌ বাজারে। করোনার প্রকোপ ছড়িয়ে পড়তেই ২০২০ সালের জানুয়ারি মাস থেকে বন্ধ ছিল এই মার্কেট। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন না চিনা আধিকারিক ও প্রতিনিধিরা। WHO-এর এই  প্রতিনিধিদলে থাকা প্রাণী বিশেষজ্ঞ, ভাইরোলজিস্ট এবং মহামারী বিশেষজ্ঞরা বাজারের ব্যারিকেড দেওয়া অংশে গিয়ে সবকিছু খতিয়ে দেখেন। এছাড়া ইউহানের জিনইনতিয়ান হাসপাতাল এবং হুবেই মেডিসিন হাসপাতালেও ঘুরে দেখেন তাঁরা। তবে অান্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে গোটা বিষয় নিয়ে মুখ খোলেননি তাঁরা।  


উল্লেখ্য, গত বৃহস্পতিবারই WHO নিজেদের টুইটারে জানায় চিনের হুয়ানান সি-ফুড মার্কেট পরিদর্শন করবেন প্রতিনিধিরা। এখানেই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। ২০২০ সালে ডিসেম্বর মাসেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদলের প্রতিনিধিদের চিনে যাওয়ার কথা ছিল। তবে বেজিং সরকারের টালবাহানায় তা পিছিয়ে যায়। এনিয়ে বিতর্কও কম হয়নি। শেষপর্যন্ত বিতর্ক এড়াতে ছাড়পত্র দেয় চিন।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم