জল্পনার অবসান, অমিত শাহর মঞ্চেই বিজেপিতে যোগ বৈশালির

বালির বিধায়ক বৈশালি ডালমিয়াকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তিনি দাবি করেছিলেন ,এই সংক্রান্ত কোনও চিঠি হাতে পাননি। এবার কোনও রাখঢাক না রেখে নিজেই জানিয়ে দিলেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে। বৃহস্পতিবার তিনি সরাসরি জানিয়ে দিলেন, আগামী শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাতেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁর সঙ্গে আরও পাঁচজন বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে তাঁরা কারা সেটা খোলসা করেননি বালির তৃণমূল বিধায়ক। 

উল্লেখ্য, রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো হওয়ার পর লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ত্যাগ করার পর দলের বিরুদ্ধেই সরব হয়েছিলেন বৈশালি ডালমিয়া। তিনি বলেছিলেন, দলের ভিতরেই উইপোকা দলকে কুড়ে কুড়ে খাচ্ছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে আরও প্রকাশ্যে এনে তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েন। এরপর তাঁকে শো-কজ করে দল। পরে তৃণমূল কংগ্রেস জানিয়ে দেয় বৈশালিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরই তিনি জল্পনা বাড়িয়ে বলেছিলেন, ভালো হল, আমাকে বিড়ম্বনায় ফেলা হল না। বলেছিলাম, দলের মধ্যে উইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না, তাদের সরিয়ে দেওয়া উচিত। স্বচ্ছ ভাবমূর্তি মানুষের এখানে জায়গা নেই। বৃহস্পতিবার তিনি সরাসরিই জানিয়ে দিলেন, বিজেপিতেই যোগ দিতে চলেছেন। এখন দেখার বালিতে তিনিই পদ্মশিবিরের প্রার্থী হন কিনা। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم