দুই গোলে এগিয়েও জয় অধরা বেঙ্গালুরু এফসির

আইএসএলের হাই ভোল্টেজ ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। দুই গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করলেন সুনীলরা। অপরদিকে দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচের অন্তিম মিনিটে গোল করে হায়দরাবাদকে সমতায় ফেরান ফ্রানসিসকো সান্দাজা। এদিন ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হল নৌসাদ মুসার ছেলেদের। টানা আট ম্যাচে জয়ের স্বাদ পেল না বেঙ্গালুরু এফসি। 

ম্যাচের প্রথমেই হায়দরাবাদ এফসির গোলমুখে আক্রমণের ঝড় তোলে বেঙ্গালুরু। ৯ মিনিটে হেড থেকে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। প্রথমার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় হায়দরাবাদের ফুটবলাররা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছালেও গোলের দরজা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে মাঠে নামে ছেত্রীরা। তেমনি পাল্টা আক্রমণে বেঙ্গালুরুকে টেক্কা দেয় হায়দরাবাদ। ৬১ মিনিটে গোল করে সুনীল ছেত্রী শিবিরের হয়ে ব্যবধান বাড়ান লিওন অগাস্টিন। ম্যাচের বাকি পাঁচ মিনিট, বেঙ্গালুরু এফসির জয় প্রায় নিশ্চিত। 

সেই মুহূর্তে পরিবর্ত হিসেবে রোহিত দানুকে নামিয়ে বাজিমাত করেন হায়দরাবাদের কোচ। মাঠে নেমে বল পেয়ে এগিয়ে যান বেঙ্গালুরু গোল মুখে। ক্রস বাড়ান সান্তানার উদ্দেশে, যদিও বিপক্ষ এক ডিফেন্ডারের মাথায় প্রতিহত হয়ে সেই ক্রস সান্তানার পায়ে পড়তেই ব্যবধান কমান স্প্যানিশ স্ট্রাইকার। শেষ মিনিটে বেঙ্গালুরুর রক্ষণভাগকে প্রতিহত করে গোল করে কার্যত ত্রাতা হয়ে ওঠেন ফ্রানসিসকো সান্দাজা। হাড্ডাহাড্ডি ম্যাচ ফলাফল দাঁড়ায় ২-২ । যদিও দুই দলই এদিন তাদের গত ম্যাচের একাদশে দুটি করে পরিবর্তন এনে প্রথম একাদশ সাজিয়েছিল। ১৪ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এল হায়দরাবাদ এফসি। অন্যদিকে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم