হরিয়ানায় জোট ছাড়ার পথে বিজেপির জোটসঙ্গী

দেশের নানা দলের জোট হয়, আবার ভাঙেও। বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে জোট ছিল বিজেপির কিন্তু একে একে অনেকেই জোট ছাড়ছে। হরিয়ানায় বর্তমানে জোট সরকার রয়েছে, বিজেপি এবং জেজেপি অর্থাৎ দুষ্যন্ত চৌতালার দল। কিন্তু কৃষি আইনের বিরুদ্ধে জেজেপি র বিধায়কদের বাঁকা সুর শোনা যাচ্ছে। কৃষি আইনের বিরুদ্ধে ইতিমধ্যে জোট ছেড়েছে লোকতান্ত্রিক জনতা দল। এবার দুষ্যন্তের দলও ওই পথে।

সমস্যা এতটাই জটিল যে ওই রাজ্যে যে জেজেপি যদি বিজেপির পাশে না থাকে তবে সরকারটাই পড়ে যাবে এবং সেই পথে এক ঝাঁক বিধায়ক। আকাশে সিঁদুরে মেঘ দেখে অমিত শাহের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর খট্টর এবং উপমুখমন্ত্রী অজয় চৌতালা। বিষয়টি দেখবেন জানিয়ে নিশ্চিন্ত করেছেন অমিত। কিন্তু এতে চিঁড়ে ভেজার সম্ভাবনা খুবই ক্ষীণ। দলের অধিকাংশের দাবি, সরকার থেকে ,সমর্থন তুলে নেওয়া হোক।           


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم