দিল্লিতে রেকর্ড ভাঙল পেট্রোলের দাম

 


রাজধানী দিল্লিতে পেট্রোলের দামের রেকর্ড হল বুধবার। গত পাঁচদিন একই দর থাকার পর প্রতি লিটারে পেট্রোলের দাম ২৫ পয়সা বাড়ানো হয়েছে। এখন দিল্লিতে পেট্রোলে দর লিটারে ৮৪ টাকা ৪৫ পয়সা। ডিজেলের দর লিটারে ৭৪ টাকা ৬৩ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৯১ টাকা ৭ পয়সা, ডিজেল ৮১ টাকা ৩৪ পয়সা লিটার। প্রায় দেড়মাস দাম একই রাখার পর ৬ জানুয়ারি থেকে ফের জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। ২ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৪৯ পয়সা, ডিজেলের ৫১ পয়সা। 

জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে টানা সাতদিন অশোধিত তেলের দর বাড়ছে। মার্কিন তেলের দাম ব্যারেলে ৫৩.৮৮ ডলার। ব্রেন্ট অশোধিত তেলের দর ব্যারেলে ৫৭.৩৭ ডলার। ফেব্রুয়ারিতে লকডাউন শুরু হওয়ার পর তেলের চাহিদা কমে গিয়েছিল। তার আগে ৭ জানুয়ারি পেট্রোলের দর ছিল দিল্লিতে ৮৪ টাকা ২০ পয়সা লিটার। ২০১৮ সালের ৪ অক্টোবর ডিজেলের দর রেকর্ড ভেঙে হয়েছিল ৭৫ টাকা ৪৫ পয়সা লিটার। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم