ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানাল গুগল। একটি বিশেষ ডুডল (Google Doodle) তৈরি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। জাতীয় পতাকার নীল রঙে লেখা হয়েছে গুগল শব্দটি। প্রেক্ষাপটে রয়েছে জাতীয় পতাকার রঙ। মুম্বইয়ের শিল্পী ওঙ্কার ফন্দেকারের ভাবনায় এদিনের ডুডলে ফুটে উঠেছে ভারতের নানা অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প। শিল্পীর ভাবনায় জায়গা পেয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের সেতারবাদক, ঢোলবাদক লোকশিল্পী, ভারতনাট্যম নৃত্যশিল্পী, ক্রিকেট খেলোয়াড়, দেশের নানা জাতির, নানা প্রান্তের মানুষও।
মূলত, ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণাকেই তুলে ধরেছে এই গুগল ডুডল। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতে সংবিধান লাগু করা হয়েছিল। এরউপর ভিত্তি করেই ভারত সফল গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে আত্মপ্রকাশ করেছিল। এই সংবিধানই আমাদেরকে অসীম অধিকারও যেমন দেয় একই সঙ্গে বিপুল দায়িত্বের সামনেও দাঁড় করায়। প্রসঙ্গত, ৭১তম প্রজাতন্ত্র দিবসে তাজমহল আর ইন্ডিয়া গেট-এর ডুডল তৈরি করছিল গুগল।
إرسال تعليق
Thank You for your important feedback