পুনের সিরাম ইনস্টিটিউটে আগুন, উদ্ধার ৫ দগ্ধ দেহ, নিরাপদে করোনা টিকা

পুনের সিরাম ইন্সটিটিউটে আগুন। বৃহস্পতিবার করোনার টিকা তৈরির  এই কারখানার ১ নম্বর গেটের কাছে একটি বাড়িতে বিরাট আগুন লাগে। পুড়ে যাওয়া বাড়িটি থেকে পাঁচটি দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। পুনের মেয়র মুরলীধর মোহোল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর জওয়ানরা দেহগুলি উদ্ধার করেছেন। অন্যদিকে, সিরামের প্রধান আদার পুনেওয়ালা জানিয়েছিলেন, কেউ হতাহত হননি। 

পুলিশ জানিয়েছে, সেখানে একটি নির্মীয়মান বাড়ির চার ও পাঁচতলায় আগুন লেগেছে। সেখানে টিকা উৎপাদন হয় না। টিকা তৈরির ইউনিট নিরাপদে রয়েছে। ওই বাড়িটিতে ছিলেন চারজন। তাঁদের মধ্যে তিনজনকে বের করে আনা সম্ভব হয়েছে। দমকল জানিয়েছে, প্রচণ্ড ধোঁয়ায় আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। কারখানার ওই এলাকায় রোটাভাইরাস ভ্যাকসিন ও বিসিজি তৈরি হয়। এই কারখানাতেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভিশিল্ড তৈরি হচ্ছে। ১৯৬৬ সালে সাইরাস পুনেওয়ালা প্রতিষ্ঠিত এই কারখানাটি পৃথিবীর সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী কারখানা।




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم