আগামী জুনে ভারতে আসছে তৃতীয় করোনা টিকা কোভাভ্যাক্স

আগামী জুনে আরও একটি করোনার টিকা আসছে দেশে। সিরামের প্রধান আদার পুনেওয়ালা শনিবার জানিয়েছেন, তাঁরা আরও একটি টিকা বাজারে আনতে পারবেন। এটি অনুমোদিত হলে তা হবে ভারতের তৃতীয় করোনা টিকা। সিরাম জানিয়েছে, নতুন টিকার নাম কোভাভ্যাক্স। এখন তার পরীক্ষা চলছে। তার ফল খুবই ভালো।

আদার টুইটারে জানিয়েছেন, নোভাভ্যাক্সের সঙ্গে তাঁদের অংশীদারিতে কোভাভ্যাক্সের কার্যকারিতা দারুণ। ভারতে পরীক্ষা শুরুর জন্য তাঁরা আবেদন করেছেন। জুনের মধ্যেই তা তৈরি হয়ে যাবে। ১৬ জানুয়ারি দেশজুড়ে টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। সিরামের কোভিশিল্ড আর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের জন্য কেন্দ্রের অনুমোদন পেয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় কোভিশিল্ড তৈরি করছে সিরাম। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم