ওড়ার ৪ মিনিটের মধ্যেই নিখোঁজ বিমান

আকাশে ওড়ার চার মিনিটের মধ্যেই যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমানের। শনিবার দুপুরে রাজধানী জাকার্তার সুকর্ণ-হাট্টা বিমানবন্দর থেকে টেক অফ করেছিল শ্রীবিজয়া এয়ারলাইন্সের ওই বোয়িং ৭৩৭ বিমানটি। পশ্চিম কালামান্তানের পন্তিয়ানাকে যাচ্ছিল। ওই বিমানে ৫৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে রয়েছে পাঁচটি বাচ্চা, একটি শিশু। বিমানে রয়েছেন দুজন পাইলট, চার কেবিন ক্রু। দুটো চল্লিশ মিনিটে শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল।

উড়ানের যাত্রাপথ খতিয়ে দেখা যাচ্ছে, উত্তর জাকার্তার ঠিক বাইরে উপকূলে উচ্চতা হারিয়ে সেটি নিখোঁজ হয়ে গিয়েছে। বিমানকর্তারা জানিয়েছেন, জাকার্তা থেকে ওড়ার চার মিনিটের মধ্যেই সেটি নিখোঁজ। এক মিনিটেরও কম সময়ে বিমানটি ১০ হাজার ফুট নেমে এসেছিল। বিমানটি ভেঙে পড়েছে কিনা তা জানানো হয়নি। একটি দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন, তারা মালে দ্বীপের কাছে কিছু একটা পড়ার এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে জলের মধ্যে কিছু একটার ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم