দ্রুত স্পিকারের কাছে আবেদন করুন, নারদ মামলায় সিবিআইকে নির্দেশ হাইকোর্টের

নারদ মামলায় একাধিক বিধায়কের নাম জড়িয়েছে। চার্জশিটে তাঁদের নাম দিতে হলে বিধানসভার স্পিকারের অনুমতির প্রয়োজন হয়। তাই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে নির্দেশ দিল দ্রুত রাজ্যের বিধানসভার স্পিকারের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানোর। আগামী শুক্রবার মামলাটির পরবর্তী শুনানি। উল্লেখ্য, নারদ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। তাতে আর্জি জানানো হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নারদ মামলায় তদন্ত করার জন্য স্পিকারের অনুমতির প্রয়োজন নেই।

এই মামলার শুনানিতে আদালতে সিবিআই জানায় তাঁরা লোকসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছে। অপরদিকে রাজ্যের আইনজীবী দাবি করেন, সোমবার পর্যন্ত কোনও অনুমতি চাওয়া হয়নি বিধানসভার স্পিকারের কাছে। এরপরই কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দেয় দ্রুত পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করতে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ঠই চাপে পড়তে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم