৫ উইকেট নিয়ে অনন্য নজির সিরাজের

বর্ডার-গাভাস্কার টেস্ট সিরজের চতুর্থ টেস্টে প্রাক্তনীদের ছুঁয়ে ফেললেন মহম্মদ সিরাজ। গাব্বা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে নজির গড়লেন তিনি। পঞ্চম ভারতীয় হিসেবে সিরাজ অজিদের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন। যদিও তাঁর আগে এই তকমা রয়েছে এরাপল্লি প্রসন্ন, বিষেণ সিং বেদী, মদনলাল ও জাহির খানের। ১৯৬৮ সালে এরাপল্লি প্রসন্ন ৬ উইকেট পেয়েছিলেন,  ১৯৭৭ সালে বিষেণ সিং বেদী ও মদনলাল ৫টি উইকেট পেয়েছিলেন। ২০০৩ সালে জাহির খান শেষবার ৫ উইকেট নিয়েছিলেন। এবার তাঁদেরকেও ছুঁয়ে ফেললেন ২৬ বছরের তরুণ বোলার মহম্মদ সিরাজ। যদিও গাব্বায় অজিদের বিরুদ্ধে একবারও টেস্টে জিততে পারেনি টিম ইন্ডিয়া। তবে ভারত এই টেস্টে জিতে নয়া রেকর্ড গড়তে পারে কিনা সেইদিকেই তাকিয়ে রয়েছে ভারতীয় সমর্থকরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم