কৃষি মিছিলকে সমর্থন প্রায় সব দলের

কৃষি বিলের বিরুদ্ধে এককাট্টা হয়েছে বিরোধী সব দল। এর সাথে এখনও এনডিএ-র সঙ্গে থাকা অনেক দলই পরোক্ষ সমর্থন জানাচ্ছে আন্দোলনকে। একদিকে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যেমন ট্র্যাক্টর মিছিল হচ্ছে, তেমনই মুম্বাইয়ের আজাদ ময়দানে আজ ১০ হাজারের বেশি কৃষক দল বিভিন্ন সংগঠনের পতাকা নিয়ে  হাজির হচ্ছেন। এক সময়ের কৃষিমন্ত্রী তথা মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহারাষ্ট্র বিকাশ আগাড়ির শরিক এনসিপি প্রধান শারদ পাওয়ার এই মিছিলে যোগ দিবেন। শিবসেনার প্রতিনিধিদেরও মিছিলে অংশ নিতে দেখা যাবে। বিহারের নীতীশের দলের প্রতিনিধিদেরও থাকার কথা। ওই দলের মুখপাত্র জানাচ্ছেন, এটি সম্পূর্ণ কৃষক আন্দোলন তাই কৃষকদের বাধা দেওয়ার প্রশ্নই নেই।

পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রতিনিধি কেউ থাকবেন কিনা জানা যায়নি। তবে দেশের সব বাম দল যে প্রথম সারিতে থাকবে তা জানা গিয়েছে। সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়াচুরি এক বার্তায় জানিয়েছেন, বাজেট অধিবেশনে এই বিল প্রত্যাহার করতে হবে। যা আন্দাজ করা হচ্ছে বাজেট পেশের আগে ও পরে সংসদে ধুন্ধুমার ঘটনা ঘটার সম্ভবনা প্রবল।           


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم