গলসিতে জাতীয় সড়ক অবরোধ, লাঠি হাতে তুলতে গিয়ে বিপাকে মন্ত্রী

বুধবার পূর্ব বর্ধমানের গলসিতে ২ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে। কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে জমিয়তে উলমায়ে হিন্দের রাস্তা অবরোধ। উপস্থিত আছেন রাজ্যে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। রাস্তার দুদিকের লেনেই সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। অথচ কর্মসূচি ছিল অবস্থান বিক্ষোভের। কিন্তু অবরোধ শুরু হওয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী তাঁরই সংগঠনের কর্মীদের সামলাতে গিয়ে হিমশিম খেলেন। এই পরিস্থিতিতে অবরোধ তুলতে গিয়ে তিনি নিজেই হেনস্থার শিকার হল সিদ্দিকুল্লা চৌধুরীকে। 

শেষপর্যন্ত মেজাজ হারিয়ে মন্ত্রী নিজেই লাঠি হাতে তেড়ে গেলেন অবরোধকারীদের দিকে। এমনই বিরল দৃশ্য প্রত্যক্ষ করলেন গলসীবাসী। পুরো ঘটনায় ভোগান্তির পাশাপাশি অবাকও হলেন অবরোধে আটকে পরা যাত্রীরা। অপরদিকে এই অবরোধে আটকে পরে করোনার ভ্যাকসিন নিয়ে যাওয়া ইনসুলেটেড গাড়িটিও। পরে পুলিশ সেটাকে ঘুরিয়ে অন্যপথে পাঠায়। 

ঘটনার সূত্রপাত বুধবার সকাল সাড়ে ৯টা থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার গলসি ১ ব্লকের ভাসাপুলে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দ-এর অবস্থান বিক্ষোভ চলাকালীন হঠাৎ কর্মী-সমর্থকরা  জাতীয় সড়ক অবরোধ শুরু করেন। যার একেবারেই পক্ষপাতী ছিলেন না সিদ্দিকুল্লা চৌধুরী। ফলে তিনি অবরোধ তোলার চেষ্টা করেন। জমিয়তে উলামায়ে হিন্দের সভ্য সমর্থকদের অবরোধ তোলার আবেদন করেন মাইক হাতে। কিন্তু কেউ তাঁর কথা না শুনেই জাতীয় সড়কে বসে পড়েন। রাস্তার দুটি লেনই আটকে দেওয়া হয়। এরপরই মেজাজ হারান সিদ্দিকুল্লা। লাঠি হাতে তেড়ে যান অবরোধকারীদের দিকে। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। উল্টে জমিয়তে উলামায়ে হিন্দ কর্মী-সমর্থকদের আক্রমণের মুখে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে তিনিও এবার অবরোধে সামিল হন। 

অপরদিকে, জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সড়ক অবরোধে আটকে পরে করোনা ভ্যাকসিনের একটি গাড়ি। সেটি বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে করোনার টিকা নিয়ে যাচ্ছিল। গাড়িটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুর হয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। পরে গাড়িটি গলসির গলিগ্রাম থেকে ঘুরিয়ে দেয় পুলিশ। ঘুরপথে পারাজ মোড় হয়ে গাড়িটি দুর্গাপুরের দিকে যায়। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم