পুরানো ১০০, ১০, ৫ টাকা তুলে নেবে রিজার্ভ ব্যাঙ্ক

পুরানো ১০০, ১০ ও ৫ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক। মার্চ অথবা এপ্রিলের শেষে ওই নোটগুলি আর থাকবে না। নতুন নোটই জারি থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ জানান, ধীরে ধীরে ওই নোটগুলি সরিয়ে নেওয়া হবে। নতুন ১০০, ১০ ও ৫ টাকার নোট ইতিমধ্যেই বাজারে রয়েছে। পুরানোর নোটের বদলে নতুন নোটগুলিই ব্যবহার করা হবে। ২০১৯ সালে নতুন একশো টাকার নোট বাজারে ছাড়া হয়েছিল। নোটবন্দির পর নোটবদল নিয়ে আর কোনও অস্থিরতা চায় না রিজার্ভ ব্যাঙ্ক। ওই পুরানো নোটগুলির সমপরিমাণ নতুন নোট বাজারে ছেড়েছে। দশ টাকার কয়েন অবশ্য জারি থাকছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم