টিকাকরণের দ্বিতীয় পর্বে করোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পর্বেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা টিকা নেবেন। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে টিকাকরণ। এখন চলছে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, সামনের সারিতে থাকা কোরনাযোদ্ধাদের টিকা দেওয়ার পালা। দ্বিতীয় পর্বে ৫০ বছরের বেশি বয়সী এবং কোমরবিডিটি রয়েছে এমন লোকজনকে টিকা দেওয়ার কথা। সেই সময় সব সাংসদ, বিধায়ক টিকা পাবেন। এদেশে দেওয়া হচ্ছে কোভিশিল্ড আর কোভ্যাকসিন। গণ টিকাকরণে এই দুটি টিকাই ব্যবহার হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইন্সটিটিউট আর কোভ্যাক্সিন বানাচ্ছে ভারচ বায়োটেক।
إرسال تعليق
Thank You for your important feedback