বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের দিনক্ষণের পরিবর্তন

পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল। ১০ থেকে ১৪ জুন লর্ডসে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু সময়সূচির পরিবর্তন করে ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানসিপের ফাইনাল শুরু হবে বলে জানা গিয়েছে। চলবে ২২ জুন পর্যন্ত। ২৩ জুন রিজার্ভ ডে হিসেবে হাতে রাখা হচ্ছে। আইপিএলের সময়সূচির চূড়ান্ত তালিকা প্রকাশ না হলেও সেই সময় আইপিএলের ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালের দৌড়ে এগিয়ে রযেছে চারটি দেশ। তার মধ্যে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারত। তবে সুযোগ আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সামনেও। জয়ের শতকরা হার অনুযায়ী ভারত (৭১.৭), নিউজিল্যান্ড (৭০) অস্ট্রেলিয়া (৬৯.২) ও ইংল্যান্ড (৬৮.৭)। তবে ফাইনালে যাওয়ার দরজা খোলা রয়েছে চার দলের সামনেই। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর ফাইনালের লড়াইয়ে চলে এসেছে ইংল্যান্ডও। ৫ ফেব্রুয়ারি থেকে ভারত-ইংল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে টেস্ট। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم