অগ্নিকাণ্ডের পরও তিন দেশে গেল সিরামের কোভিশিল্ড

পুনের সিরাম ইন্সটিটিউটে বৃহস্পতিবার বিরাট অগ্নিকাণ্ডের পর শুক্রবারই মায়নামার, সিচেলিস ও মরিশাসে পাঠানো হল করোনার টিকা কোভিশিল্ড। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা তৈরি হচ্ছে পুনের সিরাম ইন্সটিটিউটে। মুম্বই বিমানবন্দর এদিন থেকে মায়নামারে গিয়েছে ১৫ লক্ষ ডোজ, সিচেলিসে ৫০ হাজার ডোজ ও মরিশাসে ১ লাখ ডোজ পাঠানো হয়েছে। বাণিজ্যিকভাবে করোনার টিকা নেবে ব্রাজিল ও মরোক্কো। দুটি দেশই ২০ লাখ ডোজ কোভিশিল্ড নেবে। শুক্রবারই এই টিকা নিয়ে মুম্বই থেকে রওনা দেবে বিমান।

বৃহস্পতিবার সিরাম ইন্সটিটিউটে এরটি হাড়ির দুটি তলায় বিধ্বংসী আগুন লেগেছিল। সেখান থেকে উদ্ধার করা হয়েছিল ৫টি দগ্ধ দেহ। তবে আগুনে টিকা তৈরির ইউনিটের কোনও ক্ষতি হয়নি। মৃত পাঁচজনই নির্মাণকর্মী। তাঁরা উত্তরপ্রদেশ ও বিহারের পরিযায়ী শ্রমিক। যে ঠিকাদার সংস্থা এয়ার কন্ডিশনিংয়ের কাজ করছে, তাঁরা তাঁদেরই কর্মী। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم