বাগবাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে, খোলা হল ৪ আশ্রয়শিবির

পুড়ে ছাই হয়ে গিয়েছে বাগবাজার হাজারহাত বস্তি। দমকলের সাতাশটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় বুধবার মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শীতে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বস্তিবাসী। পাশের বহুতলেও আগুনের পৌছয়। বস্তির পাশে  মা সারদার স্মৃতিধন্য মায়ের বাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঠের বইয়ের গুদাম ছাড়াও বেশ কিছুটা অংশের ক্ষতি হয়েছে। 

উদ্বোধন কার্যালয়ের একটি অংশ পুড়ে গিয়েছে। দেরিতে আসায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজনের বিক্ষোভে বাধা পেতে হয় দমকলকে। এই আগুনে হতাহতের কোনও খবর নেই। 

ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্য প্রশাসক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, কলকাতা পুরসভার তরফে তাঁদের ঘর বানিয়ে দেওয়া হবে। কাজ শুরু হবে বৃহস্পতিবার থেকেই।ঘটনাস্থলে যান মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ‌্যায়, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল-সহ স্থানীয় কাউন্সিলরও। রাতের আশ্রয়ের জন্য চারটি কমিউনিটি হল খুলে দেওয়া হয়েছে। অস্থায়ী শিবির খোলা হয়েছে বাগবাজার উইমেন্স কলেজে। গৃহহীনদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم