ধাক্কা এটিকে-মোবনবাগান শিবিরে

চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে জিতে ২৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে-মোহনবাগান। কিছু বেশ চিন্তিত এটিকে-মোহনবাগানের হেড কোচ অ্যান্থোনিও লোপেজ হাবাস। কারণ দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার এডু গার্সিয়া ও শুভাশিস বসু চোটের জন্য কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে পারেন। তবে এডু গার্সিয়ার চোট বেশ গুরুতর।

বৃহস্পতিবার চেন্নাইয়ানের বিরুদ্ধে খেলতে নেমেছিল এটিকে-মোহনবাগান। সেই ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছেন স্প্যানিশ ফুটবলার এডু গার্সিয়া। এর আগেও গোড়ালিতে একই জায়গায় চোট পেয়েছিলন তিনি। যে কারণে কয়েক ম্যাচে অনুপস্তিত ছিলেন। মোহনবাগানের ফিজিওদের প্রাথমিক ধারণা তাঁকে অন্তত ১৫ দিনের বিশ্রাম নিতে হতে পারে। ফলে বেশ কয়েক ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন এডু গার্সিয়া। এটিকে-মোহনাবাগন শিবিরে এডুর পাশাপাশি চোট পেয়েছেন  শুভাশিস বসু। সেদিনের ম্যাচেই চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সুস্থ হওয়ার জন্য এক ম্যাচ তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। শনিবার দুজনেরই এমআরআই হয়েছে। তবে ক্লাবের তরফ থেকে বিবৃতি দিয়ে আপাতত কিছু জানানো হয়নি। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم